মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। ৯৭ বছর বয়সী এই প্রবীণ নেতার হার্টের সমস্যার রয়েছে এবং চলতি বছর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
মাহাথিরের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (৩১ আগস্ট) সকালে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন পর্যবেক্ষণের’ জন্য তাকে দেশটির জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের তিনটি ডোজ নিয়েছেন তিনি।
দুই দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মাহাথির মোট দুই বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। একবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর ২০১৮ সালের মে মাসে ক্ষমতায় ফিরে আসেন। তবে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের কারণে জোটের পতনের পর তিনি দুই বছর পর পদত্যাগ করেন ।
গত শনিবারই তিনি গেরাকান তানাহ এয়ার নামক নতুন রাজনৈতিক দল নিয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন।