রংপুরসারাদেশ

বগুড়ায় গাড়ির ধাক্কায়  এএসআই নিহত

বগুড়ায় গাড়ির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।রোববার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিকাশ চন্দ্র নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে এবং কক্সবাজারে চতুর্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন। তার পরিবারের সদস্যরা বগুড়া শহরে বসবাস করেন।

পুলিশ জানান, আগের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জে একটি মামলার সাক্ষ্য দিতে গিয়েছিলেন বিকাশ। সাক্ষ্য শেষে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের বাসার দিকে রওনা দেন। রাত ৮টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে এএসআই বিকাশসহ অন্য যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ওই অটোরিশাকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, সেটা শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। গাড়ি চালককে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *