চট্টগ্রামসারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিট এ সর্বোচ্চ ফেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্য তিনটি ইউনিটের তুলনায় সর্বোচ্চ ৮৩ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। 

শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় ২৮ হাজার ৬৭৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৯২২ জন, যা ১৭ দশমিক ১৬ শতাংশ। ফেল করেছে ২৩ হাজার ৭৫৬ জন, যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮২ দশমিক ৮৩ শতাংশ। 

সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিটের জয়েন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ২২ আগস্ট ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩৯ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৯ হাজার ৮২ জন। অনুপস্থিত ছিল ১০ হাজার ৩১০ জন, যা শতকরা ২৬ দশমিক ১৮ শতাংশ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *