ব্যবসায়ীর লাশ সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে নোয়াখালীতে
ব্যবসায়ীর লাশ নোয়াখালীর চাটখিল উপজেলায় সড়কের পাশে থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ৪ নম্বর বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর সাতবাড়িয়া সড়কের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যবসায়ীর নাম মহসিন হোসেন ওরফে কালা মিয়া (৩৬)। তিনি চাটখিল উপজেলার হীরাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সদর উপজেলায় তাঁর একটি আসবাবের দোকান আছে।
লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে আলাপকালে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় মহসিন হোসেন তাঁর দোকান থেকে বের হলেও তিনি রাতে বাড়িতে ফিরে যাননি।
আজ সকালে রেজ্জাকপুর সাতবাড়িয়া সড়কের পাশে মহসিনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে চাটখিল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ড। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ দায়েড়ের প্রেক্ষিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।