অপরাধঢাকা

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা টঙ্গীতে আটক ৪

গাজীপুর মহানগ‌রের টঙ্গীর আউচপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার মেরিট স্কুলের সামনে নিহত সুমন মাহমুদ পাটুয়ারী (৩০)‌ ছু‌রিকাঘাত ক‌রে হত‌্যা ক‌রে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগ‌রের টঙ্গীর আউচপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ব্যবসায়ী  সমুন মাহমুদ পাটুয়ারী। এ সময় একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু’জনকে গুরুতর অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান আল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত সালাউ‌দ্দিন তু‌হিনকে (২৮) প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন পুলিশ।

রা‌তেই পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে মোবারক হো‌সেন (২২), জাহাঙ্গীর আলম(২০), সা‌কিব হো‌সেন (২২), ও ইসমাইল হো‌সেনকে (৩৮) বি‌ভিন্ন স্থা‌নে অভিযান চা‌লি‌য়ে আটক ক‌রে। 

 ‌মোবারক হো‌সেন নিয়ে টঙ্গী পূর্ব থানাধীন কসাই বাড়ি রেল গেইটে সহযোগী আসামিদের গ্রেপ্তার করতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান ব্যবহার করে গুলি করে। এক পর্যায়ে সহযোগী আসামিরা পালিয়ে যায়।

মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল হইতে পুলিশ ২ টি ছোরা ও ১ টি চায়নিজ কুড়াল উদ্ধার করে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়।

 জিএম‌পি সহকারী পুলিশ কমিশনার (ডিবি & মিডিয়া) আবু সা‌য়েম নয়ন জানান, অন্য আসামিদের গ্রেপ্তা‌রসহ আইনগত ব‌্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *