অপরাধঢাকা

রাজধানীর বাড্ডায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

রাজধানী বাড্ডায় গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার অনিশা (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মৃত অনিশা বাড্ডার একটি প্রাইভেট হাসপাতালে রিসিপশনে চাকরি করতেন। তিনি স্বামী মেহেদী হাসানসহ দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকায় একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহত অনিশার বাবা আফজাল হোসেন জানান, আমরা সবাই এক সঙ্গে দক্ষিণ বাড্ডা এলাকায় থাকি। আমার মেয়ে বিবাহিত। অনিশা কর্মস্থল থেকে বাসায় ফিরে কি কারণে আত্মহত্যা করেছে তা জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বিষয়টি বাড্ডা থানায় জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *