চিএনায়িকা বুবলী দুই বছর আগেই সন্তানের মা হয়েছিলেন?
কয়েক বছর ধরেই চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন ভাসছে। তবে তারা সবসময় বিষয়টি অস্বীকার করে গেছেন। সে কারণে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছিল না। তবে এবার সেই গুঞ্জনকে যেন নিজেই সত্য প্রমাণ করলেন বুবলী!
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা। ক্যাপশন থেকে অনুমান যে, কয়েক বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ, ওই সময়টায় দীর্ঘ ১১ মাস উধাও ছিলেন তিনি তখন হয়তো যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা।
শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে।এরপর পরেই যুক্তরাষ্ট্রে চলে যান বুবলী। দীর্ঘ ১১ মাস তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন ।
বুধবার শাকিব খান ছেলে আব্রামের জন্মদিন ছিল। তাই শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে।শুভ জন্মদিন রাজকুমার। এই স্ট্যাটাস শেয়ার এরপর পরেই বুবলী তার ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন।
তাই অনেকেই ধারণা করছেন নিশ্চয়ই বুবলীর সন্তানের পিতা শাকিব। অথচ পিতৃস্নেহ একা উপভোগ করছে জয়। এটা মেনে নিতে কষ্ট এই অভিনেত্রীর। এবার নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠিত করতে ইচ্ছে করেই জয়ের জন্মদিনকে বেছে নিয়েছেন বুবলী। দুই বছর আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সন্তানের জন্মদান প্রসঙ্গে কোনো কথা বলেননি বুবলী। তখন গণমাধ্যমকে বুবলী জানিয়েছিলেন, তার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না সে সময়।
তখন বুবলী বলেন, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে অনেক কল্পকাহিনী শুনে আপনারাও অনেক কিছু একতরফাভাবে বাছবিচার করে ফেলবেন না যেন। এমনটা করবেন না। সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলবো, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।’ সেই সময় অনলাইন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেম রয়েছে। সেই হিসেবে বাবা হয়েছেন শাকিব খান। এই বিষয়ে শাকিব খানও মুখ খোলেননি।
কিন্তু এবার বুবলী কেন রহস্যের আশ্রয় নিলেন? বুবলীভক্তরা প্রিয় তারকার এমন খুশির সংবাদে ফেসবুকে শুভকামনা জানাচ্ছেন। কেউ কেউ বুবলীর সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করছেন। বুবলীর মা হওয়ার বিষয়টি সত্য কিনা, এ বিষয়ে জানার জন্য বুবলীকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে চাদর সিনেমার শুটিং সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী জানান, বেবি বাম্প প্রসঙ্গে তিনি খুব শিগগিরই জানাবেন। যেহেতু এই ইস্যুটা খুব সেনসিটিভ, তাই সবকিছু না জেনে ভুল ব্যখ্যা না দেওয়ার অনুরোধ তার। কয়েকদিনের মধ্যে সবকিছু জানবেন বলেও উল্লেখ করেন তিনি।
বুবলী বলেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে একটা সুন্দর ব্যখ্যা রয়েছে। সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলব।’