অপরাধরংপুরসারাদেশ

বগুড়ার ধুনটতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনটতে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শৈলমারী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুলতান আলী (৩২)। ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে তিনি।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, কৃষক রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নিহত ওই ব্যক্তি । ওই হত্যার জের ধরে প্রতিপক্ষরা কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যা করে।

স্থানীয়রা জানান, সুলতান আলী বুধবার সন্ধ্যার দিকে বাড়ির কাছে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়। তারা কুড়াল দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন টের পেয়ে ধুনট থানায় খবর দেন।

ইন্সপেক্টর (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, সুলতান আলীর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা আছে। একই গ্রামের মোকছেদ আলীর ছেলে কৃষক রঞ্জু মিয়া তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। গত ২০২০ সালের ৩১ জানুয়ারি রাত ৯টার দিকে সুলতান ও তার সহযোগীরা বাড়ির কাছে জমিতে তাকে কুপিয়ে আহত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে রঞ্জুর মৃত্যু হয়।

নিহত রঞ্জুর স্ত্রী শিরিনা খাতুন ধুনট থানায় সুলতানকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই বছরের ২১ নভেম্বর পুলিশ ঢাকার কাফরুল থানা এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে সুলতান আলী জামিনে ছাড়া পান।

নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, রঞ্জু হত্যার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *