আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের পূর্বাঞ্চল

ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলা জোরদার করেছে রাশিয়া। এতে ওই অঞ্চলের একটি বড় অংশ বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, এসব এলাকায় পানি সরবরাহব্যবস্থাও বন্ধ রয়েছে।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় রাশিয়ার হামলার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো এসব হামলা চালাচ্ছে।

এক প্রতিবেদনে বলা হয়, রুশ দখলদারিত্ব থেকে বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা অভিযানের প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে রাশিয়া।বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় পূর্ব ইউক্রেনের প্রায় ৯০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এর আগে ইউক্রেনের অভিযানের মুখে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকা থেকে পিছু হটে রুশ বাহিনী। শনিবার সন্ধ্যায় দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে এই পর্যন্ত প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। রুশ বাহিনী গত কয়েক দিনে ব্যাপকভাবে পিছু হটেছে। পালিয়ে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ। ইউক্রেনের মাটিতে দখলদারদের কোনও স্থান নেই এবং কখনও হবেও না।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মার্চে কিয়েভ থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার পর থেকে খারকিভ প্রদেশের ইজিয়াম অঞ্চলের দ্রুত পতন মস্কোর জন্য একটি বড় ধরনের পরাজয়। সেখানে গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে কয়েক হাজার রুশ সেনার পালিয়ে যাওয়ার ঘটনাকে গত ছয় মাসের যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।

দৃশ্যত ইজিয়াম অঞ্চলে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতেই রবিবার খারকিভ অঞ্চলে হামলে পড়ে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেই এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে মস্কো।

জেলেনস্কি বলেন, ‘কোনও সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। রুশ বাহিনীর লক্ষ্য হলো, মানুষকে আলো ও তাপ থেকে বঞ্চিত করা।’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *