অপরাধরাজশাহীসারাদেশ

৩৩ ককটেল সহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নে ৩৩টি ককটেলসহ সিরাজুল ইসলাম সজিব (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার সিরাজুল সদর উপজেলার নতুন হুজরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের বাটা কানসাট-ভোলাহাট মহাসড়কের দক্ষিণ পাশের কলমুগাড়া বিলের একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিকেলে কলমুগাড়া এলাকার একটি বাড়ির বারান্দায় অভিযান চালায়। এসময় সিরাজুলকে ৩৩টি ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এতে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সিরাজুল স্বীকার করেন যে এ ককটেলগুলো বিক্রির উদ্দেশ্যে তিনি নিজ হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *