অপরাধঢাকাসারাদেশ

তিনদিন পর নিখোঁজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে তিনদিন পর জুয়েল নামে নিখোঁজ এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমতলী এলাকায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

জুয়েল মিয়া(২৫) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমতলী গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রির সহযোগী ছিলেন।

নিহতের পরিবার থেকে জানা গেছে, জুয়েল মিয়া দুই বছর আগে টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকার নজু মিয়ার মেয়ে শিলা আক্তারকে বিয়ে করেন।বিয়ের পর থেকে দুজনের মধ্যে তেমন মিল ছিল না। শিলা আক্তার গত ছয় মাস আগে স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি সখিপুর চলে যায়। শিলা চলে যাবার পর থেকে জুয়েল মিয়ার কাজে তেমন মন বসতো না।

গত শনিবার সকালে কাজে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় জুয়েল মিয়া। কিন্তু ওই দিন রাতেও বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পায়নি। পাশের বাড়ির জয়তুন নামে এক বৃদ্ধা মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়ির পাশে জঙ্গলের ভিতরে গাছের ডালে কেউ একজন ঝুলে আছে দেখতে পায়। এ সময় ওই বৃদ্ধার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন এসে দেখতে পায় জুয়েল মিয়া গাছের ডালে ঝুলে আছে। এ সংবাদটি এলাকায় ছড়িয়ে পরলে সেখানে হাজারো জনতা জড়ো হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাড়ে ছয়টার দিকে গলায় রশি পেছানো ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া (এসআই) সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *