রাজনীতি

শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের দিল্লী সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার গভীর রাতে সরকারের উচ্চপর্যায় থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ার আগে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ সম্পর্কে অবগত হয়

ঢাকা ও দিল্লিতে কর্মরত বাংলাদেশের একাধিক কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীর ভারতে না আসার বিষয়টি আজ সকালে নিশ্চিত করলেও পররাষ্ট্রমন্ত্রী কেন ভারত সফর করছেন না, তা নিয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি ভারত সফর করছেন বলে সংবাদ সম্মলনে জানিয়েছিলেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *