গলাকাটা লাশ উদ্ধার তরুণীর সাথে নিখোঁজ মা
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারীয়া বটতলা এলাকায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ওই তরুণী লাশ পায় পুলিশ। একই সঙ্গে ওই তরুণীর মা নিখোঁজ রয়েছেন।
তরুণীর নাম কাজলী আক্তার (২৮)। তিনি একই গ্রামের মোস্তফা কামালের মেয়ে। নিখোঁজ মা হলেন জোসনা বেগম। পুলিশ বলছে, তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কে বা কারা হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
কাজলীর পরিবার থেকে জানা যায়, মেয়ের চাকরির বিষয়ে কথা বলার জন্য গতকাল শনিবার সন্ধ্যায় কাজলী আক্তার ও তাঁর মা জোসনা বেগম এক নেতার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সঙ্গে তাঁরা দই, মিষ্টি নিয়ে যান। এরপর রাতে তাঁরা দুজন আর বাড়িতে ফিরে আসেননি। আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারীয়া বটতলা এলাকার একটি বাঁশঝাড়ের নিচে স্থানীয় লোকজন লাশ দেখতে পান।
খবর পেয়ে সদর থানা-পুলিশ অজ্ঞাতপরিচয় হিসেবে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। পরে মর্গে গিয়ে লাশটি কাজলী আক্তারের বলে তাঁর বাবা মোস্তফা কামাল শনাক্ত করেন।
মোস্তফা কামাল বলেন, গভীর রাত পর্যন্ত মা-মেয়ে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন। এ সময় তাঁর মেয়ের ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। আজ দুপুরে তিনি জানতে পারেন, পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। পরে তিনি মর্গে গিয়ে দেখেন, সেটা তাঁর মেয়ের লাশ। কিন্তু তিনি তাঁর স্ত্রী জোসনা বেগমের এখনো কোনো খোঁজ পাননি।
সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।