সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায়। দুর্ঘটনার পর পুলিশ মাইক্রোবাস চালক মাসুদ পারভেজকে আটক করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে নগর অভিমুখে আফতাব হোসেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে নগর থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় দুই বাহনের সংঘর্ষে গুরুতর আহত হন আফতাব হোসেন।
পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মাইক্রোবাসসহ চালককে হাটহাজারী থানায় নিয়ে গেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।