অপরাধসারাদেশ

অনলাইন জুয়া পরিচালনাকারী তিন বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

অনলাইন জুয়ার সাইট পরিচালনাকারী তিন বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট।

বুধবার (৩১ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল্লাহ আল আউয়াল (২৬) ও মো. তোরাফ হোসেন (৩৭)।

এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, এজেন্ট সিম চারটি, মার্চেন্ট সিম দু’টি, নগদ সিম একটি, পার্সোনাল সিম দু’টিসহ মোট ১২টি সিম, একটি ল্যাপটপ জব্দ করা হয়।

জুয়ার ওয়েবসাইটটি রাশিয়া থেকে পরিচালিত হতো। এই সাইট দেশের গ্রামাঞ্চল পর্যন্ত অল্পশিক্ষিত থেকে শুরু করে অর্ধশিক্ষিত পর্যন্ত মানুষ খেলছেন। গত চার মাসে চক্রটি দেশ থেকে চার কোটি টাকা পাচার করেছে।

বেটওইনার সাইটে জুয়ায় অংশগ্রহণকারীদের টাকা বাইন্যান্স নামে মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করতো তারা। পরবর্তীতে ওই অ্যাপসের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যায়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মালীবাগ সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. রেজাউল মাসুদ।

তিনি জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংয়ের সময় বেটওইনার নামে অনলাইন বেটিং সাইটটি নজরে আসে, যেখানে অনলাইনে জুয়া খেলা হয়। সাইটটি নজরদারীর ধারাবাহিকতায় বাংলাদেশের তিন এজেন্টকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

সিআইডির এই কর্মকর্তা বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমাকৃত টাকা তুলে বাইন্যান্স নামক মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করে। পরবর্তীতে বাইন্যান্সের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যায়।

গ্রেফতাররা এই অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (নং-৭৪) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *