বিশেষ সংবাদসারাদেশ

সুখবর টিসিবি পণ্যের দামে

রাষ্ট্রীয় বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা নিত্যপণ্যের দর কমিয়েছে। এমন তিনটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

তেল কিনতে গিয়ে কিছুটা সাশ্রয় হওয়ায় এমন সুখবর পাওয়া গেছে। মন্ত্রিসভা কমিটির অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার বলেন, মেঘনা এডিবল অয়েলের কাছ থেকে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে ১৮৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকায় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে টিসিবি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি লিটার তেলের দাম পড়েছে ১৭১ টাকা ৮৫ পয়সা, যা আগের কেনাকাটায় ছিল ১৮৫ টাকা। অর্থাৎ লিটারে আগের চেয়ে ১৪ টাকা কমে কেনা যাচ্ছে।

অপর একটি প্রস্তাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সুপার অয়েল রিফাইনারির কাছ থেকে ৮৭ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকায় ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে। এতে প্রতি লিটার তেলের দাম পড়েছে ১৫৯ টাকা ৯৬ পয়সা। এক্ষেত্রে আগের মূল্যের চেয়ে লিটারে ২৫ টাকা কম। এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তুরস্কের এক কোম্পানির কাছ থেকে আট হাজার টন মসুর ডাল ৭০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকায় কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে প্রতি কেজি মসুর ডালের দাম পড়ছে ৮৮ টাকা ৭৩ পয়সা। এর আগের প্রস্তাবে প্রতি কেজি ১১০ টাকা করে মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছিল।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *