শাকিবের সুরে সুর মিলিয়ে পূজাও যুক্তরাষ্ট্রে যাবেন না
বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে ২১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘হৃদিতা’।
তবে সম্প্রতিক সময়ে তার অভিনীত সিনেমার চেয়ে বেশি আলোচিত হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে। আলোচনার মূল বিষয়বস্তু শাকিব-বুবলী আর পূজা চেরি। বিয়ে, বিচ্ছেদ আর নতুন প্রেমের গুঞ্জন হয়ে ঘুরে-ফিরে আসছে তাদের নাম। তাই ঢালিউডপাড়ায় কি হচ্ছে, এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে রটে গেছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স গার্ডেনে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল শাকিব খান ও পূজা চেরির।
তবে চলতি মাসের শুরুতে শাকিব খান জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রে যাবেন না তিনি। এবার শাকিবের সুরে সুর মিলিয়ে পূজাও জানালেন, তিনিও যুক্তরাষ্ট্রে যাবেন না।
অথচ পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন ‘পোড়ামন ২’ নায়িকা। সামাজিকমাধ্যমে ভিসাসংবলিত পাসপোর্টের ছবিও প্রকাশ করেছিলেন। তাহলে হঠাৎ কী এমন ঘটল যে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন তিনি?
পূজা বলেন, “আমার হঠাৎ শুটিং পড়ে গেছে ওই সময়ে। তা ছাড়া ‘পরী’ নামে যে ওয়েব ফিল্মে অভিনয় করেছিলাম সেটি নিয়ে একটি অনুষ্ঠান হবে ১৬ অথবা ১৭ অক্টোবর। অভিনেত্রী হিসেবে সেই অনুষ্ঠানে অংশ নেওয়াটা আমার কর্তব্য। ’’
পূজা আরো বলেন, ‘ওয়েব ফিল্মের চরিত্র আমার ক্যারিয়ারের সেরা চরিত্রগুলোর মধ্যে একটা। প্রমোশনের জন্য সময় দিতে চাই। যুক্তরাষ্ট্রে গেলে সেটা সম্ভব হবে না। তাই যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’
এর আগে রোববার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্টের ভিসার তিনটা ছবি পোস্ট করেন পূজা। এর ক্যাপশনে লেখেন, ‘অবশেষে আমরা এটা পেয়েছি’। ছবিতে দেখা যায় পূজার মাও পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা। যদিও পরবর্তীতে পোস্টটি মুছে দিয়েছিলেন তিনি।