আন্তর্জাতিকবিবিধ

১২ বছর আগে হারিয়ে যাওয়া সোনার আংটি পাওয়া গেল ক্ষেতের গাজরে

যুক্তরাজ্যের সমারসেটের টওনটনের বাসিন্দা ৬৯ বছর বয়সী লিন কিচ নিজের বাগানে উৎপাদিত সবজি পরিষ্কারক কতে গিয়ে ১২ বছর আগে হারিয়ে যাওয়া সোনার আংটি পেয়েছেন ক্ষেতের গাজরে ।

এটি ছিলো তার ৪০তম জন্ম দিন উপলক্ষে তার স্বামীর উপহার। আংটি টি হারিয়ে ফেলে ছিল তাদের কন্যা। এই দম্পতি মনে করছেন গাজরটি আংটিটির ভেতর দিয়েই বেড়ে উঠেছে। লিন কিচ বলেছেন কোটিতে একবার এমন ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘ডেভ (তার স্বামী) গাজরগুলো মাটি খুড়ে বের করেছিলো। তারপর সে এগুলো পেছনের দরজার বাইরে রেখে যায়। আমি এগু’লো থেকে সবুজ অংশ গু’লো ছেটে ফেলি এবং গাজরগু’লো ধোয়ার সময় বলে উঠি, এটা কি! হায় ইশ্বর! এটাতো আমার আংটি !’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *