শাকিবকে বিয়ে করার বিষয়ে মুখ খুললেন পূজা চেরি
ঢালিউড নায়িকা পূজা চেরি ও শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছিল অনেকদিন ধরে। মাঝে বুবলী-বীর কাণ্ডে খানিক ধামাচাপা পড়লেও ফের মিডিয়ায় কানাঘুষা শুরু হলো, শাকিব-পূজা নাকি বিয়েও করে ফেলেছেন। এমনকি বিয়ের জন্য নাকি পূজা তার ধর্মও ত্যাগ করেছেন। জোর গুঞ্জন ২২ সেপ্টেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে মুখ খোলেন পূজা চেরি সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিয়ে। পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু :-
ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।
কিন্তু কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।
কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।
যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি – দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।
গলুই সিনেমার মধ্যে দিয়ে প্রথম বারের মতো পূজা চেরি শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে জুটি বাঁধেন। সেই সিনেমা দেশের দর্শকরা তেমন বেশি পছন্দ না করলেও সেই থেকেই শাকিব আর পূজার সম্পর্ক নিয়ে মানুষের মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। আর সেই থেকেই তাদের নাম শুরু হয় নানা ধরনের গুঞ্জন ছড়ানো।
প্রসঙ্গত, শাকিব খান প্রথমে বিয়ে করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সে খবর গোপন রাখেন আট বছর। এরপর সন্তানসহ অপু প্রকাশ্যে আসেন। একই ঘটনা ঘটেছে শবনম বুবলীর ক্ষেত্রেও। চার বছরের বিয়ে ও আড়াই বছরের ছেলের কথা গোপন রেখেছেন তারা। কিছুদিন আগে শাকিব-বুবলী দু’জনেই সন্তানের কথা স্বীকার করে স্টেটমেন্ট দিয়েছেন।
এরপর থেকেই পূজা চেরিকে নিয়ে গুঞ্জনের মাত্রা ছাড়িয়েছে। বলাবলি হচ্ছে, অপু-বুবলীর পর এবার পূজার সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা। পেশাদার সম্পর্ক ছাড়িয়ে তারা নাকি ব্যক্তিগত জীবনেও প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ধারণা করা হচ্ছে, শাকিব-পূজার প্রেমের খবর জানতে পেরেই বুবলী তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেন । তবে পূজা বরাবরই এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন।