জীবনযাত্রাবিবিধ

পুরো ১ বছর বাসা বাড়িকে মশা মুক্ত রাখতে খরচ করুন অল্প টাকা

আমাদের বাসা বাড়িতে অনেক সময় মশার উপদ্রব অনেক পরিমাণে বেড়ে যায় ।মশা থেকে বিভিন্ন রোগ যেমনঃ ডেঙ্গু । সেক্ষেত্রে আমরা বিভিন্ন মশার কয়েল বা ইলেকট্রিক কয়েল এর ব্যবহার করে থাকি ।কিন্তু ইলেকট্রিক কয়েল মশার কয়েল থেকে যে সমস্ত গ্যাস নির্গত হয় সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর । তাই সেগুলি ব্যবহার করতে চাই না ।

এক গবেষণায় জানানো হচ্ছে যে যদি ৮ ঘন্টা আপনি কোন কয়েল জ্বালিয়ে রাখেন তাহলে সেটি ১৪০ টি সিগারেটের ধোঁয়া উৎপন্ন করে যেটি সরাসরি আপনার মধ্যে শোষিত হয় ।।যা আপনার হার্ট ফুসফুস কে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত করতে থাকে । তাই জৈবিক প্রক্রিয়াতে মশামুক্ত বাসা বাড়ি রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করুন।

জৈব গত প্রক্রিয়া দিয়ে অনেকেই মশা তাড়ানোর এই উপায়টি জানেন না । এই উপায়টি তৈরি করতে আপনাকে অল্প টাকা খরচ করতে হবে । এটি চলবে প্রায় এক মাসের মত ।

আসুন দেখে নিই কিভাবে তৈরি করব এই উপাদানটি এবং আগে থেকেই বলে রাখি এর সাইড ইফেক্ট নেই অর্থাৎ শরীরের কোন ক্ষতি করে না । তাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মশা মারার জন্য যে সমস্ত কয়েল বা ইলেকট্রিক কয়েল ব্যবহার করি সেগুলো ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের পক্ষে ।

প্রথমে আপনাকে একটি মাটির প্রদীপ নিয়ে নিতে হবে এবং তার মধ্যেদিতে হবে এক চামচ রসুন বাটা এবং তার মধ্যে যোগ করতে হবে কিছুটা পরিমাণ তেজপাতা গুঁড়ো এবং সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো । সমস্ত উপকরণ গুলি কে ভাল করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিন সরষের তেল ।

অর্থাৎ সমস্ত উপকরণ গুলি যাতে সরষের তেলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে । এরপর একটি সলতে যোগ করে দিন তার মধ্যে এবং প্রদীপটি ধরিয়ে দিন । এর ফলে যে ধোঁয়া নির্গত হবে সেখান থেকে আপনার বাড়ির আনাচে-কানাচে থাকা মশা বাড়ির বাইরে চলে যাবে । এতে আপনার শরীরও কিছু ক্ষতি হবে না।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *