‛ঝালাক দিকলাজা সিজন ১০’ র মঞ্চে এবার একই ফ্রেমে নেচে দেখালেন মাধুরী দীক্ষিত ও কিলি পল। তানজেনিয়ার একজন জনপ্রিয় টিকটকার হলেন কিলি পল। যিনি তার নিজস্ব শৈলীতে বলিউডের একের পর এক হিট গানে নেচে সকলের নজর কেড়েছেন। বর্তমানে কিলি পল ভারতে আছেন। আর তাই তিনি উপস্থিত হয়েছেন ‛ঝালাক দিক লাজা’র সেটে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন তানজানিয়ার কিলি পল । গত এক বছরে আফ্রিকান এই ছেলের জনপ্রিয়তা ছড়িয়েছে জগত জুড়ে। বলাই বাহুল্য মুম্বাই থেকে বেলবর্ন কিলি পলের ফ্যান চারদিকে ছড়িয়ে। আর ভারতে তাঁর এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তার পেছনে রয়েছে বলিউডের একাধিক গানের লিপসিঙ্ক।
তবে তাঁর জনপ্রিয়তা বলিউডের গান গেয়ে হওয়ার পাশাপাশি কিলি নিজেও একজন বলিউড প্রেমী। আর বলিউড বলতেই কিলির কাছে সবার প্রথমে আসে মাধুরী দীক্ষিত । মাধুরী দীক্ষিত হলেন কিলির কাছে বিশ্ব সুন্দরী। বলিউডের গান গাওয়ার শুরু থেকেই মাধুরীর সাথে সাক্ষাৎ করার ইচ্ছে কিলির।
শুক্রবার, কালারস টিভির পক্ষ থেকে ইনস্টাগ্রামে ডান্স রিয়েলিটি শোয়ের আসন্ন পর্বের একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে একই মঞ্চে মাধুরী দীক্ষিত ও কিলি পলকে কোমর দোলাতে দেখা যাচ্ছে। ১৯৯৪ সালের জনপ্রিয় সিনেমা ‛আঞ্জাম’ র জনপ্রিয় গান ‛Channe Ke Khet Mein’-এ নাচতে দেখা যাচ্ছে। মধুরীর নাচের স্টেপ দেখে কিলিও সেই মতো নেচে চলেছেন।
তবে, এখানেই শেষ নয় এরপর কিলিকে ‛ঝালাক দিক লাজা’ র টাইটেল ট্র্যাকে নাচতে দেখা যাচ্ছে। আর তারপরই প্রতিযোগিরা সহ নোরা ফাতেহি এসে উপস্থিত হন মঞ্চে। সকলে মিলে একসঙ্গে মেতে ওঠেন ‛নাচ মেরি রানী’ গানে। ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে।
কেউ লিখেছেন যে, ‛এই মানুষটি কখনও আমাদের হতাশ করে না। ভারতের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। গর্ব হয় মানুষটির জন্য’। আবার কেউ লিখেছেন ‛আমি আর অপেক্ষা করতে পারছি না এই পর্বটা দেখার জন্য। অনেকেই আবার হার্টের ইমোজি দিয়েছেন মাধুরীর সঙ্গে কিলির নাচ দেখে। এই মুহূর্তে এই নাচের রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন মাধুরী দীক্ষিত, নোরা ফাতেহি ও করণ জোহর।
কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী সরকারের পতন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গত…
দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ড.…
পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার । আজ বৃহস্পতিবার (৫…
৮ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে ,মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর…
জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ‘জাতীয় সরকারের’ মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত…
স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার এক মাস পার করছে বাংলাদেশ। আজ থেকে ঠিক একমাস…