অপরাধঢাকাসারাদেশ

কমলাপুর রেলস্টেশনে ট্রেনে এক কিশোরী গণধর্ষণের ,গ্রেফতার ৫

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনে ১৭ বছরের এক কিশোরী গণ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।

শনিবার (৮ অক্টোবর) কমলাপুর থেকে একটি সূত্র জানান, শুক্রবার দিনগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই কিশোরী দেশের বাড়ি নেত্রকোণা থেকে ট্রেনে কমলাপুরে আসে। এ সময় তাকে কয়েকজন ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ ট্রেনে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইমরান নামে একজন পলাতক রয়েছে।

বর্তমানে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *