Generalবিজ্ঞান ও প্রযুক্তিসারাদেশ

প্রায় ৩০ লাখ মোবাইল সিম কার্ড বন্ধ হতে পারে নভেম্বর

আগামী নভেম্বর মাসে প্রায় ৩০ লাখ মোবাইল সিম কার্ড বন্ধ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি সূত্রমতে, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৫টি সিম কার্ড কিনতে পারবেন দেশের যেকোনো নাগরিক। কিন্তু দেখা গেছে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ৩০ সিম কার্ডও তুলেছেন অনেক নাগরিক। এসব সিম কার্ডের সংখ্যা ৩০ লাখের বেশি যেগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

বিটিআরসি আরও জানিয়েছে, নিয়মের বাইরে গিয়ে যে গ্রাহকরা সিম তুলেছেন তাদের মধ্যে ৭ লাখের সঙ্গে মোবাইল অপারেটররা যোগাযোগ শুরু করেছে। গ্রাহকরা কোন সিম বন্ধ বা চালু রাখবেন, তা বাছাই করার সুযোগ পাবেন বলেও জানা যায়। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা এ সুযোগ পাবেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের বলেন, বিটিআরসি সম্প্রতি দেশের ১৮ কোটি ৪০ লাখ মোবাইল সংযোগ ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্রের তথ্য বিশ্লেষণ করেছে। বিশ্লেষণে দেখা যায়, নির্ধারিত সংখ্যার চেয়েও অতিরিক্ত ৩০ লাখ সিম নিয়েছেন সাত লাখ ২৩ হাজার গ্রাহক।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *