ঢাকাসারাদেশ

গাজীপুরে ইজিবাইক-লরি সংঘর্ষে নিহত ১, আহত ৭

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুলতানা বেগম (৩২) নামে এক নারীর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ—ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদাত্তীর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তীতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।

নিহত সুলতানা বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের মো. কাজলের স্ত্রী। অন্যদিকে আহতরা হলেন- ইজিবাইকচালক কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের মো. সিরাজের ছেলে আরিফ মিয়া (৩০)। এছাড়া আহত পারভীন (২৩), সজিদা (৩৮), আকলিমা (৪০), খাইরুন (৩০), পারুল (৪৫) ও সনিয়া (২৫) তারা সবাই বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের বাসিন্দা।

এসআই জানান, সন্ধ্যায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশন সংলগ্ন ভাদার্ত্তী এলাকায় পুবাইলগামী যাত্রীবাহী একটি ইজিবাইকের সাথে ঘোড়াশালগামী একটি লরির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী সুলতানা নিহত হন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আহত হন আরো ৭ যাত্রী। তবে অলৌকিকভাবে বেঁচে যায় দেড় বছরের এক ইজিবাইক যাত্রী শিশু রোমান। এ সময় স্থানীয়রা আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত। বাকি আহত ৭ জনের মধ্যে ২ জনকে ভর্তি রেখে গুরুতর অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *