Uncategorizedআন্তর্জাতিক

আজ থেকে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

প্রতিবছর নোবেল বিজয়ীদের নাম অক্টোবরের প্রথম সোমবারে ঘোষণা করা হয়ে থাকে। সে হিসেবে আজ থেকে শুরু হচ্ছে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম দিন সোমবার (৩ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার (৪ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পরদিন বুধবার (৫ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (৭ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে হবে। মাঝে শনি ও রোববার বিরতি দিয়ে সোমবার (১০ অক্টোবর) শেষদিন অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।

পুরস্কার ঘোষণার অনুষ্ঠান সরাসরি নোবেলপ্রাইজ ডট ওআরজির পাশাপাশি নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলেও সম্প্রচার করা হবে। বিজয়ীদের ব্যাপারে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে। কিন্তু মনোনয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু নাম প্রকাশ করে থাকেন।

সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি-এ ছয় শাখায় নোবেল দেয়া হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *