সৌদির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রাজকীয় এক ফরমানে এই নিয়োগ দেন। সূএ: আরব নিউজ।
রাজপরিবারশাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহ এতদিন ছিলেন মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী।
তবে সেই চর্চায় পরিবর্তন আনলেন সালমান বিন আব্দুল আজিজ। প্রধানমন্ত্রীর পদে বসালেন নিজ পুত্র মোহাম্মদ বিন সালমানকে।
বাহশাহ সালমানের পুনর্গঠন করা মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তার দ্বিতীয় ছেলে প্রিন্স খালিদ বিন সালমান। প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছে খালিদ বিন সালমানকে। দেশটির সংবাদ সংস্থা এসপিএ এই খবর নিশ্চিত করেছে।
পুনর্গঠিত মন্ত্রীসভায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইউসুফ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল-বুনিয়ান। তবে জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে আব্দুল আজিজ বিন সালমান আল সৌদকেই। আরও কয়েকটি মন্ত্রণালয়ে আনা হয়নি কোনো পরিবর্তন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফয়সাল বিন ফারহান, বিনিয়োগ মন্ত্রণালয়ে খালিদ বিন আব্দুল আজিজ আজ-ফালিহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুল আজিজ বিন সউদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল-জাদানই।