অপরাধঢাকাসারাদেশ

ভগ্নিপতিকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে শ্যালক আটক

মানিকগঞ্জে ভগ্নিপতি রুবেল মিয়াকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শ্যালক সোহেল নুরুন নবীর (২৬) বিরুদ্ধে। এ ঘটনায় শ্যালককে  আটক করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সদর  উপজেলার পুটাইল ইউনিয়েনর কৈতরা এলাকায়।

নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের ইটনার তারাশ্বর এলাকার রেনু মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিকের কাজ করতেন। এছাড়া আটককৃত সোহেল নুরুন নবী নেত্রকোনার কেন্দুয়ার রাজনগর এলাকার মৃত আলতু মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করে  জানান, নিহত রুবেল কৈতরা মামুন হ্যাচারীতে শ্রমিকের কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গত ১৬ সেপ্টেম্বর ওই হ্যাচারীতে ভগ্নিপতির কাছে বেড়াতে আসেন শ্যালক সোহেল। সেখানে রুবেল রাতের আধারে ইট চুরি করা করার সময় সোহেল তা দেখে নেন এবং তাকে বাধা দেন। কিন্তু নিষেধ না শুনে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতেও তিনি ইট বিক্রি করেন। এটি দেখে ইটের টাকা মালিককে দিয়ে দিতে বলেন শ্যালক। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভগ্নিপতি শ্যালককে মারতে গেলে ঘরের ভেতর থাকা দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে রুবেলকে হত্যা করেন সোহেল।

ওসি জানান, খবর পেয়ে হ্যাচারীর ভেতর থেকে রাতেই শ্যালককে আটক করা হয় এবং নিহতের পরিবারের সদস্যকে খবর দেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *