অপরাধঢাকাসারাদেশ

নারায়ণগঞ্জে ৩ সন্তানের জননীকে ধর্ষণ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ সন্তানের জননীকে (৩১) ২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে রঞ্জিত হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাকে ফতুল্লার রেললাইন বটতলা এলাকা থেকে গ্রেপ্তার এবং আটকে রাখা গৃহবধূকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রঞ্জিত হাওলাদার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পূর্ব সুবিধাখালীর সঞ্জয় হাওলাদারের পুত্র। সে ফতুল্লার রেললাইন বটতলা এলাকার হাজী অলিউল্লার বাড়িতে ভাড়া থাকত।

এ ঘটনায় ধর্ষিতা ওই গৃহবধূ শুক্রবার সকালে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলা সূএে জানা যায়যে, তিন সন্তানের জননী ওই গৃহবধূ পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বামীর বাড়িতে চলতি বছরের ২০ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার সুস্থতার জন্য রক্তের প্রয়োজন হলে ব্লাড  ডোনার্স নামের একটি সংগঠনের হয়ে তাকে রক্তদান করে রঞ্জিত হাওলাদার। তখন কৌশলে রঞ্জিত হাওলাদার বাদীর মোবাইল ফোন নম্বার সংগ্রহ করে।  পরবর্তীতে রঞ্জিত প্রায় সময় ওই গৃহবধূকে  ফোন করে উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিতো। গৃহবধূর স্বামী তার কর্মস্থল যশোরে থাকায় বাসায় সন্তানদের নিয়ে একাই থাকতেন তিনি। এদিকে দিনের পর দিন রঞ্জিতের উত্ত্যক্তের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে গৃহবধূ তার সন্তানদের নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় বাবা-মায়ের নিকট চলে আসে। বিষয়টি জানতে পেরে রঞ্জিত হাওলাদার ২১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে পাগলা নন্দলালপুর এসে গৃহবধূকে কৌশলে বাসা থেকে বের করে একটি সিএনজিযোগে রেললাইন বটতলাস্থ ভাড়া বাড়িতে নিয়ে যায় এবং একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, গ্রেপ্তারকৃত রঞ্জিতের গ্রামের বাড়ি ও ওই গৃহবধূর শ্বশুর বাড়ি পটুয়াখালী জেলায়। বাদী তিন সন্তানের জননী। বাদীর স্বামীর বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায়। সেখানেই ৩ সন্তান নিয়ে তিনি বসবাস করতেন। বাদীর স্বামী যশোরে কর্মরত।

গোলাম মোস্তফা বলেন. মেয়ে বাড়ি না ফেরায় বাদীর বাবা-মা তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে বাদী তাদের জানায় রঞ্জিত তাকে আটকে রেখে ধর্ষণ করেছে। বৃহস্পতিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাতে অভিযান চালিয়ে রঞ্জিত হাওলাদারকে গ্রেপ্তার ও ওই গৃহবধূকে উদ্ধার করে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *