বন্ধুকে বেঁধে রেখে বন্ধবীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
খুলনায় বন্ধুকে বেঁধে রেখে তার বন্ধবী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে গণ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খুলনার খালিশপুর এলাকার মদিনাবাগ আবাসিক এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মহানগরীর দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মেজবাহ উদ্দীন (২৫), মো. সুজন মোল্যার ছেলে মো. ইমন মোল্যা (২০) ও পাবলা বৈরাগী পাড়ার মো. মহারাজ চৌকিদারের ছেলে মো. শিমুল চৌকিদার (২০) ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দৌলতপুর থানা এলাকার ওই স্কুলছাত্রী সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে তার বন্ধু মারুফের সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় মেজবাহ মারুফকে ফোন দিয়ে বলে ঘুরতে আয়। তখন মারুফ বন্ধবীকে নিয়ে পাবলা সবুজ সংঘ মাঠের দিকে যায়। তখন মেজবাহ তার অপর দু’বন্ধু জয়নাল ও শিমুলকে সঙ্গে নিয়ে ইজিবাইকে খালিশপুরের একটি বাড়িতে যায়। এ সময় মারুফের কাছে মেজবাহ টাকা দাবি করেন। এক পর্যায়ে আসামিরা মারুফকে বেঁধে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে মারুফ ও ভুক্তভোগী কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বলে আসামিরা।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওইদিন রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে বলে জানান ওসি মো. জাহাঙ্গীর হোসেন।