আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সড়ক দুর্ঘটনায় আহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়ি। জানা গেছে, দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনি। তবে আঘাত গুরুতর নয়।

রাজধানী কিভের উপকণ্ঠে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলেনস্কি ও তার কনভয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে একটি যাত্রীবাহী গাড়ি ধাক্কা মারে বলে ইউক্রেন সরকারের মুখপাত্র সের্গেই নিকিফোরব নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরও বলেন, একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ইউক্রেন সেনাদের প্রত্যাঘাতে গত সপ্তাহে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়ুম শহর হারিয়েছে রাশিয়া। এরপর খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুকও হাতছাড়া হয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনীর।

দুর্ঘটনার পরপরই টেলিভিশনে প্রচারিত ভাষণে জেলেনস্কি বলেন, খারকিভের আশেপাশের এলাকা থেকে সবেমাত্র ফিরে এসেছি। ইউক্রেনের সেনাদের সাড়াশি আক্রমণে প্রায় পুরো অঞ্চল এখন দখলমুক্ত।

তিনি বলেন, এটি ছিল আমাদের সৈন্যদের একটি নজিরবিহীন অর্জন। অনেকের মতে যা করা অসম্ভব ছিল, ইউক্রেনীয়রা তাই করতে পেরেছে, রুশ সেনাদের হটিয়ে দিতে পেরেছে।

প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন সেনারা উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে। তারা বেশ কিছু জায়গা থেকে রাশিয়াকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। জেলেনস্কি বুধবার খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে সদ্য মুক্ত ইজিয়াম পরিদর্শনে যান এবং সেখানকার সেনাদের সঙ্গে কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লেখেন, ইতোমধ্যেই দখলমুক্ত ইজিয়ামে আমাদের নীল-হলুদ পতাকা উড়ছে। প্রতিটি ইউক্রেনীয় শহর-গ্রামেই নীল-হলুদ পতাকা উড়বে। আমরা কেবল একটি দিকে এগিয়ে যাচ্ছি, তা হলো সামনের দিকে এবং বিজয়ের দিকে।

সূএ: সিএনএন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *