চট্টগ্রামসারাদেশ

বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের বেলতলীর তামজিদ সিএনজি পাম্পের সামনে ইকোনো নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অটোরিকশার চালক রঞ্জন আলী (৭০)সহ  আরও দুই যাত্রী আহত হয়েছেন ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকনো পরিবহনের একটি বাস ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জয়নাল আবেদীন ও ইমরান হোসেন নিহত হন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাসটিকে থানায় নিয়ে যায়। তবে চালক-হেলপারকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতরা হলেন—সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির পিতা মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমারান হোসেন (৩০)।

অহত দুইজনের মধ্যে একজনের নাম রমজান আলী। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে। 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *