রাজশাহীসারাদেশ

পদ্মা নদীতে দুইটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪

রাজশাহীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছেন। এরপরই সেখানে আরও একটি নৌকা ডুবে যায়। তবে পরে ডুবে যাওয়া নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে পরপর এই দুইটি নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী দপ্তরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহ পুরের এলাকায় পরপর দুইটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। একটি নৌকায় চারজন ছিলেন। তারা নিখোঁজ আছেন।

তিনি আরও জানান, তবে ডুবে যাওয়া অপর নৌকায় কতজন ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে পরে আরও বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা।

এদিকে উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিনজন আরোহী নিয়ে ডুবে যায় ঘাসবোঝাই আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *