ঢাকা

বিমানবন্দরে গিয়ে ১৮ যাত্রী জানতে পারে ভুয়া টিকিট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের বিভিন্ন জেলা থেকে ১৮ জন বিদেশগামী আসেন । আসলেও তাদের বিদেশে যাওয়া হয়নি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের ফ্লাইট ছেড়ে গেছে তাদের না নিয়েই। গালফ এয়ারের বোর্ডিং কার্ড নিতে গিয়ে এই ১৮ জন জানতে পেরেছেন, এজেন্সি তাদের ভুয়া টিকিট দিয়েছিল  ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গালফ এয়ারের (জিএফ-২৫১) ফ্লাইটের বিদেশ যেতে বিমানবন্দরে আসলে ১৮ জন বিদেশগামী যাত্রীর কাছে জাল টিকিট পাওয়া যায়। বহির্গমন গালফ এয়ারলাইনসের চেকিং কাউন্টার থেকে বোর্ডিং কার্ড সংগ্রহ করতে গেলে এয়ারলাইনস কর্তৃপক্ষ তাদের টিকেটগুলো জাল হিসেবে শনাক্ত করে। যাত্রীরা এয়ারলাইনকে জানায়, বিভিন্ন দালাল ও এজেন্সির মাধ্যমে তারা টিকিট পেয়েছেন।

যাত্রীদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তাদের পাসপোর্ট জব্দ করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় গালফ এয়ার। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে যাত্রীরা দালাল ও ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হওয়ার বিষয় উঠে আসলে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিদেশগামী যাত্রী মোসাম্মাৎ রিক্তা খানম, মোসাম্মাৎ শিউলি আক্তার, মোসাম্মাৎ সুমি বেগম ও রহিমা বেগম বিদেশ যাচ্ছিলেন দালাল শফিকুর রহমান সবুজের মাধ্যমে।

বিদেশগামী যাত্রী মোসাম্মাৎ সুমি বেগম বলেন, ‘দালাল শফিকুর রহমান সবুজের মাধ্যমে সৌদি আরবে যেতে ভিসা ও টিকিট করেছি। বিমানবন্দরে এসে জানতে পারলাম আমাদের টিকিট নাকি ভুয়া। বিমানবন্দর থেকে দালালকে ফোন দিলাম, সে কোনও সমাধান করতে পারলো না।’

এছাড়াও যাত্রী মো. আকাশ হোসেন, মো. সোলেমান ভূইয়া, মো. শাফিউল ইসলাম টিকিট নিয়েছিলেন দালাল ইলিয়াসের মাধ্যমে। যশোর জেলার বাঘারপাড়া থানা এলাকায় পশ্চিমা গ্রামে তার বাড়ি। দালাল ইলিয়াস বনানী এলাকার রহমান ওভারসিজের হয়ে কাজ করতো।

গাইবান্ধার শাফিউল আলম জানান, তিনি প্রথমবারের মতো সৌদি আরবে যাচ্ছেন। তিনি বলেন, ‘৪ লাখ টাকা দিয়েছি সৌদি আরবে যাওয়ার জন্য। শুক্রবার ভোরে বিমানবন্দরে এসেছি, কিন্তু এসে জানতে পারি যে, আমাদের যে টিকিট দেওয়া হয়েছে তা নাকি ভুয়া।’

তেবে দালাল ইলিয়াস দুষছেন ট্রাভেল এজেন্সি রহমান ওভারসিজকে। তিনি বলেন, ‘যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে আমি রহমান ওভারসিজকে দিয়েছি। আমি নিজেতো টিকিট কাটিনি। এখন কেন সমস্যা হলো, তা আমি জানি না।’

যাত্রী আব্দুস ছামাদ ও সাইফ হোসাইন বিদেশ যাত্রার যাবতীয় কাজ করেছেন দালাল শেখ বজলু হকের মাধ্যমে। সে ইউসিকেএসইএল প্রাইভেট লিমিটেড নামের একটি ট্রাভেল এজেন্সির হয়ে কাজ করতো।

যাত্রী খাদিজা আক্তার সালমা, আয়েশা খাতুন ও সেলিনা বিদেশ যাত্রার যাবতীয় কাজ করেছেন দালাল মো. তারেক হায়দার সাইফুলের মাধ্যমে। এই দালাল নয়া পল্টনের রফিক অ্যান্ড সন্স ইন্টারন্যাশনাল নামের ট্রাভেল এজেন্সির হয়ে কাজ করে।

আর যাত্রী মো. আশরাফুল হক ও হাবিবুর রহমান বিদেশ যাচ্ছেন দালাল আল মামুনের মাধ্যমে। সে সাজেদুল ইন্টারন্যাশনাল নামের ট্রাভেল এজেন্সির হয়ে কাজ করে। বিদেশগামী যাত্রী মো. দেলোয়ার হোসেন ও শাকিল যাচ্ছিলেন দালাল ননী গোপালের মাধ্যমে। এই দালাল দিগন্ত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হয়ে কাজ করে।

এয়ারলাইনের পক্ষ থেকে প্রতারিত যাত্রীদের আইনগত ব্যবস্থা নিতে বিমানবন্দর থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনও যাত্রী থানায় অভিযোগ দেননি বলে জানান পুলিশের বিমানবন্দর অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাস।

এয়ারলাইনটির এক কর্মকর্তা বলেন, ‘আমেরিকা থেকে অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ১৮ জন যাত্রীর টিকিট বুক করা হয়, কিন্তু কোনও পেমেন্ট করা হয়নি। এক প্রকার জালিয়াতির মাধ্যমে এয়ারলাইনকে ধোকা দিয়ে যাত্রীদের ফ্লাইটে পাঠানোর অপতৎপরতা করা হয়েছে। কিন্তু আমাদের সিস্টেমে এই যাত্রীদের টিকিট কনফার্ম না হওয়ায় তাদের ফ্লাইটে নেওয়া যায়নি।’

NewsDesk

Recent Posts

ভিসা আবেদনকারীদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী সরকারের পতন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গত…

1 year ago

শেখ হাসিনা ও ভারতকে সতর্কবার্তা দিলেন ড. ইউনূস

দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ড.…

1 year ago

নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণা

পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার । আজ বৃহস্পতিবার (৫…

1 year ago

৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ৮ জেলায়

৮ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে ,মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর…

1 year ago

জাতীয় সরকার ও দ্বিকক্ষ সংসদ চান তারেক রহমান

জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ‘জাতীয় সরকারের’ মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত…

1 year ago

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পূর্তি

স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার এক মাস পার করছে বাংলাদেশ। আজ থেকে ঠিক একমাস…

1 year ago