আন্তর্জাতিক

২২০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা ইউক্রেনকে

ইউক্রেনকে আরও ২২০ কোটি ডলারের অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আকস্মিক সফরে ইউক্রেন গিয়ে এই ঘোষণা দেন।

তিনি জানান, ইউক্রেনের পাশাপাশি তারা আশপাশের আরো ১৮টি দেশকে অস্ত্র দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ইউক্রেনসহ ১৮টি মিত্র দেশকে ২২০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। লম্বা সময়ের পরিকল্পনার অংশ হিসেবে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এই অর্থ ইউক্রেন এবং ১৮টি দেশকে লোন হিসেবে দেওয়া হবে। যা দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনা হবে।

অ্যান্টনি ব্লিনকেন এ সহায়তা ঘোষণা করার আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনকে নতুন করে আরও ৬৭৫ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এগুলো ইউক্রেনের জন্য হিমার্সসহ অন্যন্য উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র কেনার জন্য ব্যবহার করা হবে।

এ সফরের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কিসহ দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

ব্লিনকেন জানান, ২২০ কোটি ডলারের অস্ত্র সহযোগিতা দেয়া হবে তার মধ্যে ইউক্রেন পাবে ১০০ কোটি ডলারের অস্ত্র; বাকি অস্ত্র অন্যান্য দেশের মধ্যে ভাগ করা হবে।

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে পাল্টা অভিযান চালাচ্ছে তারও প্রশংসা করেন তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *