মোটরসাইকেল রেসিং করতে গিয়ে তিন বন্ধু নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে রেসিং করার সময় সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, কুষ্টিয়া পৌরসভার জুগিয়া এলাকার সলেকের ছেলে জুয়েল হোসেন (২০), কুমারগাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে রাহুল (২৩), শওকত হোসেনের ছেলে ফারুক হোসেন (২২)।
গুরুতর আহত বিপ্লব (২০) শহরতলীর চৌড়হাস এলাকার বাসিন্দারা। তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার কিশোর কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।