নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে চাইনিজ রাইফেল হাতে গুলি চালানো ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে ক্লোডজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশের সূত্র জানিয়েছে, গুলিবর্ষণের বিষয়টি নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত হতে পারে। কারণ সংঘর্ষের সময় এসআই কনক যে রাইফেল দিয়ে একাধিক গুলিবর্ষণ করেছিলেন সেই রাইফেলটি ছিল অপর পুলিশ সদস্যের। একজনের অস্ত্র দিয়ে অন্যজন গুলিবর্ষণের ঘটনা রীতিবহির্ভূত বলে জানিয়েছে ওই সূত্র।
অপরদিকে ওই সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ৩ জন আসামি (বিএনপি কর্মী) বৃহস্পতিবার আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। তবে জবানবন্দিতে কী আছে তা জানা সম্ভব হয়নি।
গত ১ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সময়ের একাধিক ভিডিওচিত্রে দেখা গেছে- সংঘর্ষের সময় এসআই মাহফুজ কনক ডান হাতে একটি লাঠি নিয়ে অন্য ডিবি পুলিশ সদস্যদের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে এসআই কনককে দেখা যায় একজন পুলিশ কনস্টেবলের কাছ থেকে একটি চাইনিজ রাইফেলে গুলি লোড করছেন।
ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা যখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছিলেন তখন এসআই কনক দাঁড়িয়ে নিচের দিকে খানিকটা ঝুঁকে এবং হাঁটু গেড়ে সরাসরি বিএনপি নেতাকর্মীদের দিকে রাইফেলটি তাক করে গুলি করছেন।
এসআই পদমর্যাদার পুলিশ সদস্যরা সাধারণত রাইফেল ব্যবহার করেন না। তারা ছোট অস্ত্র যেমন পিস্তল বা রিভলবার ব্যবহার করে থাকেন।
অপরদিকে ওই সময় গুলিবিদ্ধ হয় শাওন প্রধান নামে এক যুবদল কর্মী। গুলিবিদ্ধ হওয়ার পর একটি ভিডিওতে দেখা গেছে, নিহত শাওনের পরনের গেঞ্জিটি বুকে ও পিঠের দিকে রক্তে লাল হয়ে গেছে। সে অবস্থায় শাওন কয়েক সেকেন্ড হাঁটার পরই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে ধরাধরি করে নগরীর ১০০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের ময়নাতদন্তের পর জানা গেছে, তার শরীরে কোনো গুলি পাওয়া যায়নি। তবে শাওনের বুকে ও পিঠে গভীর ক্ষত দেখা গেছে বলে ময়নাতদন্ত রিপোর্টে এসেছে।
পুলিশের সূত্রটি আরও জানায়, শাওন প্রধানের মৃত্যুর ঘটনাটি নতুন পুলিশ সুপার যোগদানের পর ঘটায় নারায়ণগঞ্জ পুলিশ বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে। ডিবির এসআই কনককে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এটা নিশ্চিত। তবে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ নিয়ে কোনো বিষয় গণমাধ্যমে না বলতে নির্দেশনা দিয়েছেন।
কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী সরকারের পতন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গত…
দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ড.…
পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার । আজ বৃহস্পতিবার (৫…
৮ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে ,মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর…
জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ‘জাতীয় সরকারের’ মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত…
স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার এক মাস পার করছে বাংলাদেশ। আজ থেকে ঠিক একমাস…