অপরাধচট্টগ্রামসারাদেশ

মেয়ে সম্পত্তির জন্য পিতাকে কুপিয়ে হত্যা করলো

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে সম্পত্তির জন্য নিজের পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে। নিহতের নাম কাশেম মোল্লা (৭০)।

বুধবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল হক জানান, নিহত আবুল কাশেম মোল্লার ছয় মেয়ে এক পুত্র রয়েছে। পুত্র শাহীন আলম (৩৫) দীর্ঘ দিন থেকে চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। পরিবারের সাথে তার কোন যোগাযোগ নেই। নিহত আবুল কাশেম মোল্লা বাড়ীতে সেমি-পাকা একটি ঘর নির্মাণের কাজ শুরু করলে ও অর্থের অভাবে দীর্ঘ দিনেও তা সম্পন্ন করতে না পেরে তার অপর মেয়ে ফরিদা আক্তার (৩৫)-এর কাছে বশত বাড়ির দুই শতক সম্পত্তির বিক্রি করেন। এ নিয়ে তার আরেক মেয়ে জেসমিন আক্তারের সাথে আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে আবুল কাশেমকে কুড়াল দিয়ে আঘাত করে জেসমিন।এতে ঘটনাস্থলে আবুল কাশেম মোল্লা মারা যায়।

লাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক মেয়েসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি।

এ ঘটনায় ঘাতক মেয়ে জেসমিন আক্তার (৩০) তার স্বামী পেয়ার আহমেদ (৪০), স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও বড় মেয়ে রিনা আক্তারকে (৪৫) আটক করছে পুলিশ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *