অপরাধঢাকাসারাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চার কেজি স্বর্ণের বার উদ্ধার

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটের ওয়াশ রুম থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০টি (চার কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দারা বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর প্রতিটির ওজন ১১৬ গ্রাম। মোট ওজন চার কেজি ৪০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ২৫লাখ ২০ হাজার টাকা।

গোপন সূএে  খবর পাই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে  BG128 আকাশবীণাতে অবৈধভাবে স্বর্ণ বহন করা হচ্ছে।

এই সূএের প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খানের নির্দেশনায় উপ পরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়।কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে বিমানের ভেতরে প্রবেশ করে ওয়াশ রুম থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করে।

এই ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *