আইন-আদালতবরিশালসারাদেশ

তালের বীজ রোপণের শর্তে ১৩ আসামিকে মুক্তি

ভোলায় মাদক মামলার ১৩ আসামিকে দণ্ড না দিয়ে ভোলা মহাসড়কে প্রত্যেককে ১০টি করে তালের বীজ রোপণের শর্তে প্রবেশন মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার এ রায় ঘোষণা করেন।

আসামিরা প্রত্যেকে প্রথমবারে মতো অপরাধ করায় এবং মাদকের পরিমাণ কম হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে প্রবেশন অফিসারকে আসামিদের শর্ত পূরণ করে আদালতকে অবহিত করার জন্যও বলা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহুল আলম বলেন, আসামিরা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা এবং তারা প্রত্যেকে তরুণ। আদালত ১৩ আাসামিকে দণ্ডাদেশের পরিবর্তে ভোলা থেকে ইলিশা মহাসড়কের পাশে প্রত্যেককে ১০টি করে তালের বীজ রোপণের শর্তে প্রবেশনে মুক্তি দেন। তাদের সংশোধন হওয়ার সুযোগ দিয়ে আদালত মহৎ কাজ করেছেন ।

প্রবেশনে মুক্তি পেয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি আর কখনো মাদকের সঙ্গে না জড়ানোর প্রতিজ্ঞা করেন ওই ১৩ জন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *