আন্তর্জাতিক

চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৪৬ জন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ভয়ংকর ভূমিকম্প অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে।

আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ভূমিকম্পে ৪৬ জন নিহত হয়েছেন।

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ ৪৩ কিলোমিটার এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

২০১৭ সালের অগাস্টে সিচুয়ানের আবা প্রিফেকচারে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিলো। তারপর এবারেরটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধ্বসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রদেশটির অন্তত একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে ৫০ কিলোমিটার দূরের এলাকায় অবস্থিত বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিদ্যুতের প্রাদেশিক গ্রিডে ক্ষয়ক্ষতির কারণে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী অন্ধকারে রয়েছেন।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *