১২ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষার জন্য ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ২১ দিন বন্ধ থাকবে দেশের সকল কোচিং সেন্টার।
আজ সোমবার (০৫/০৯/২০২২) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
প্রতিবছর যথা নিয়মে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। যার ফলে ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো পরীক্ষা বাতিল করতে হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।