কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে আজ সোমবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে দুই কয়েদির মৃত্যু ঘোটেছে।
মৃতদের মধ্যে ১ জন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬২)। তাঁর কয়েদি নম্বর ৪০৪৮। অপরজন মাদারীপুরের শিবপুর উপজেলার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২)। তাঁর কয়েদি নম্বর ৭০৯/১৫।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আবু বক্কর সিদ্দিক। আজ সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক সকাল ১০ টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তাগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী ছিলেন।
অপর দিকে সকাল আটটার দিকে কারাগারের ভেতর খোকন ব্যাপারী অসুস্থ হয়ে পড়েন। ফলে তাঁকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক সেই কয়েদিকে পরীক্ষা-নিরীক্ষা করে সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মামলায় কারাগারে বন্দী ছিলেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান বলেন, সকাল ৮ টা ও সকাল ১০ টায় কারাগারের ভেতর ওই দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে নিলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী সরকারের পতন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গত…
দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ড.…
পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার । আজ বৃহস্পতিবার (৫…
৮ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে ,মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর…
জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ‘জাতীয় সরকারের’ মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত…
স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার এক মাস পার করছে বাংলাদেশ। আজ থেকে ঠিক একমাস…