অপরাধআন্তর্জাতিক

কানাডায় ছুরি হামলায় ১৩টি স্থানে নিহত ১০ আহত ১৫

কানাডার সাসকাচুয়ান প্রদেশের ১৩টি স্থানে ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। রোববার সাসকাচুয়ান প্রদেশের জেমস স্মিথ ক্রি নেশন ও এর পার্শ্ববর্তী ওয়েলডন শহরে অতর্কিত এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।সূএ বিবিসি।

ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) ও মাইলেস স্যান্ডারসনের (৩০) নাম জানিয়েছে পুলিশ। বিসিসির প্রতিবেদনে এ ঘটনাকে কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।

স্থানীয় সময় রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে। এরপর সকাল ৮টা ২০ মিনিটে বিপজ্জনক ব্যক্তিদের ধরতে পুরো প্রদেশে একটি সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। বিকেল হতে হতে সাচকাচুয়ানের প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবাতেও একই সতর্কতা জারি হয়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাচকাচুয়ানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোনডা ব্ল্যাকমোর বলেন, সন্দেহভাজন দুই হামলাকারী তাঁদের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া তাঁদের সর্বশেষ অবস্থান ও তাঁরা কোথায় যাচ্ছেন তা জানা যায়নি।

সাচকাচুয়ান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকালে প্রদেশের বিভিন্ন স্থানে ছুরি হামলার ঘটনা ঘটে। হামলা হয়েছে এমন অন্তত ১৩ স্থান শনাক্ত করেছে তাঁরা। এলোপাতাড়ি হামলা হলেও কিছু মানুষ আগে থেকে লক্ষ্যবস্তু ছিলেন বলে মনে হচ্ছে।ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানাডার সাচকাচুয়ান হামলার ঘটনা নিয়ে এক টুইটে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন  ‘এ হামলা ভয়ংকর ও হৃদয়বিদারক।যাঁরা এই হামলায় প্রিয়জন হারিয়েছেন ও যাঁরা আহত হয়েছেন, আমি তাঁদের কথা ভাবছি।’

 তিনি হামলায় হতাহত মানুষের স্বজনদের প্রতি সমবেদনা জানান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *