বজ্রপাতে নেত্রকোনায় প্রাণ গেল ২ কৃষকের
বজ্রপাতে নেত্রকোনার মদন ও আটপাড়া উপজেলায় দুজন কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে মদনের গঙ্গানগর গ্রামে এবং বিকেলে আটপাড়ার মঙ্গলশ্রী গ্রামে পৃথক ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফারুক মিয়া (৩৫) ও বাহার উদ্দিন (৩৮)। ফারুক মিয়া গঙ্গানগর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে এবং বাহার উদ্দিন মঙ্গলশ্রী গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
আটপাড়া থানার ওসি মোঃ জাফর ইকবাল এবং মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলমের মাধ্যমে ঘটনা দুটি নিশ্চিত হওয়া যায়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, ফারুক মিয়া আজ বেলা দুইটার দিকে মদনের গঙ্গানগর গ্রামের সামনের হাওরে জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় ভারী বৃষ্টি শুরু হলে সেখান থেকে বাড়ির দিকে রওনা হন। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে, বিকেলে আটপাড়ার মঙ্গলশ্রী গ্রামের কৃষক বাহার উদ্দিন গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনের ধানখেতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।