সড়ক দুর্ঘটনায় সিলেটের গোলাপগঞ্জে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
সড়ক দুর্ঘটনায় সিলেটের গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাসিন্দা লুৎফুর রহমান (৭২), তাঁর স্ত্রী জেলী বেগম এবং জকিগঞ্জ উপজেলা কালীগঞ্জ ইউনিয়ন তুপখানা গ্রামের রাজমিস্ত্রি ইউনুস মিয়া (২৮) । নিহত তিনজন ব্যক্তিই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বিয়ানীবাজার থেকে যাত্রীবাহী অটোরিকশাটি সিলেটের দিকে যাওয়ার সময় গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু ঘটে। অপরদিকে, পিকআপ ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
একই ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করেন।