স্বামী-স্ত্রীর এক শাড়িতে ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ থেকে স্বামী-স্ত্রীর এক শাড়িতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মানিক মিয়ার ছেলে ঈমান আলী (৩৬) ও আব্দুল মজিদের মেয়ে মিনজু আক্তার (২০)।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ধাক্কা দিলে তা খোলা অবস্থায় পাওয়া যায়। তখন দম্পতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
মিনজুর পরিবারের দাবি, মিনজুকে নির্যাতন করে হত্যার পর তার স্বামী আত্মহত্যা করেছে। মিনজুকে নিয়মিত নির্যাতন করা হতো। পুলিশে বারবার অভিযোগ দেওয়াও হয়েছে। পুলিশ ব্যবস্থা নিলে হয়তো তাকে এখন হত্যা করা হতো না।
কালীগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। মিনজু আক্তারের পিঠে জখমের অনেক দাগ দেখা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে ।