অপরাধঢাকাসারাদেশ

জ্বিনের বাদশা চক্র ২০ লাখ টাকা হাতিয়ে নিল

ইউটিউব, ফেসবুকে কথিত আধ্যাত্মিক বিজ্ঞাপন দেখে জর্ডানপ্রবাসী এক নারী প্রলুব্ধ হন। বিজ্ঞাপনে বলা হয়, সব সমস্যা সমাধান করতে পারে জ্বিনের বাদশা। বিজ্ঞাপনের সূত্র ধরে ওই নারী মুঠোফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করে জানতে চান, তাঁর পাওনা টাকা আদায় করে দিতে পারবে কি না। জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারক চক্র ওই নারীকে পাওনা টাকা উদ্ধারের প্রলোভনের ফাঁদে ফেলে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন প্রতারণার শিকার নারীর মা। পরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণখান থানাধীন শিয়ালডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মো. নেছার উল্ল্যাহ (২২) ও মো. আমান উল্ল্যাহ (২৮)।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতারক চক্রটি ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন অনলাইন চ্যানেলে ‘সব সমস্যার সমাধান করতে পারে’ বিজ্ঞাপন দেয়। এতে লোকজন প্রলুব্ধ হয়। তাদের বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে এক জর্ডানপ্রবাসী ফোন দিয়ে জানতে চান তার পাওনা টাকা আদায় করে দিতে পারবে কি না। জ্বিনের বাদশা চক্রের সদস্যরা পারবে বলে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেয় ওই দুই আসামিসহ তাদের সহযোগীরা।

এভাবে প্রতারণা করে অসংখ্য লোকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে গ্রেফতার দুজন।

অন্য আসামিদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট কাজ করে যাচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *