৪৭৫ লিটার মদসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার
ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে ৪৭৫ লিটার চোলাই মদসহ সাইদুল ইসলাম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব – ৩।
বুধবার (৩১ আগস্ট) সকালে র্যাব-৩ এর সহকারী পরিচালক ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার ভোরে রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর রেলওয়ে কলোনীর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে সাইদুলকে আটক করা হয়। ঘটনাস্থলে আসামির দেহ এবং সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। পরে প্লাস্টিকের বস্তায় ৪৭৫ লিটার দেশি মদ পাওয়া যায়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জানায় সে দীর্ঘদিন ধরেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় দেশি মদ বিক্রি ও সরবরাহ করে আসছিল।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।