রংপুরসারাদেশ

দিনাজপুরে একসাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ  

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে ৩ ছেলে ও ১ মেয়ের জন্ম দিলেন এক প্রসূতি মা।

আজ বুধবার (৩১ আগস্ট) দুপুর  ১২ টায় সিজারিয়ানের মাধ্যমে চার নবজাতকদের জন্ম দেন মৌসুমী বেগম।

ভুমিষ্ঠ হওয়া চার নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। মৌসুমী বেগম জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী।

প্রসূতির পরিবার বলেন, দশ বছর আগে শরিফুল ইসলামের সাথে মৌসুমী বেগমের বিয়ে হয়। কিন্তু প্রথম সন্তান জন্মের পরই মারা যায়। এরপর তাদের কোনো সন্তান হয়নি।

গত ২০ আগস্ট অন্তঃসত্ত্বা মৌসুমির প্রসব ব্যথা উঠলে ওই দিনই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার মাধ্যমে চার সন্তানের জন্ম দেন মৌসুমি।

হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান বলেন, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় ওই স্বামী-স্ত্রী আমাদের কাছে পরামর্শ নেন। ৮ মাস আগে ওই নারী সন্তানসম্ভবা হন। নবজাতকদের বর্তমানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। মৌসুমী বেগম ও তার সন্তানরা সুস্থ রয়েছেন।

নবজাতকদের বাবা শরিফুল ইসলাম বলেন, বিয়ের এক বছর পর আমার এক সন্তান জন্মের পর মারা যায়। এরপর আর বাচ্চা হয়নি। এখন আল্লাহ আমাকে একসাথে চার সন্তান দিয়েছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *