কুকুর মারার বিদ্যুৎ ফাঁদে আটকে স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় কুকুরের থেকে রক্ষা পেতে বিদ্যুৎতের তার দিয়ে নিজ বাড়ির উঠানে ফাঁদ পেতেছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ির গাছ থেকে ফল পাড়তে গিয়ে সেই ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে তামিউল ইসলাম (১১) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্র।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পটিয়া পৌরসভার গৌবিন্দারখীল গ্রামে গোলাম মোস্তাফার বাড়িতে এ ঘটনা ঘটে।
তামিউল ইসলাম (১১) পটিয়া পৌরসভার গৌবিন্দারখীল গ্রামের অটোরিকশার চালক মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। নুরুল ইসলামের দুই ছেলে এক মেয়ের মধ্যে তামিউল বড়। সে দক্ষিণ গৌবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত তামিউল ইসলামের চাচা তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম বলেন, আজ সকালে তামিউল ইসলামসহ তার তিন বন্ধু খেলতে বের হয়। এ সময় পাশের একটি বাড়ির উঠানে গাছ থেকে ফল ছিঁড়তে যায় সে। ওই বাড়ির উঠানে কুকুর মারার জন্য টাঙানো বৈদ্যুৎতিক তারের ফাঁদে জড়িয়ে তার ভাতিজা লুটিয়ে পড়ে। সাইফুল ইসলাম নামের এক যুবক তা দেখে তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে খবর পাঠান। এরপর স্বজনেরা দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শারমীন আফরিন বলেন, সকাল ৯টা ২০ মিনিটে বিদ্যুৎস্পৃষ্ট তামিউল ইসলামকে মৃত অবস্থায় স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।